এইউএপির ৩৬তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছে এআইইউবি
অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) ৩৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সিয়াম বিশ্ববিদ্যালয়ে ১৭ ও ১৮ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ২০০৩ সাল থেকে এইউএপির সদস্য হিসেবে এআইইউবি বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করে আসছে। এবারের সম্মেলনে ৫০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ জনের বেশি প্রতিনিধি বিভিন্ন আলোচনায় অংশ নেন।
সম্মেলনে এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা এইউএপি এক্সিকিউটিভ বোর্ড ও এইউএপি উপদেষ্টা পরিষদের ৫৪তম এইউএপি নির্বাহী বোর্ডের সভায় অংশগ্রহণ করেন। তিনি এইউএপির ৩৬তম বার্ষিক সম্মেলনে মডারেটর হিসেবে প্যানেল আলোচনা পরিচালনা করেন।
দুই দিনের সম্মেলনে কারমেন জেড লামাগনার সঙ্গে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শামা ইসলাম। এইউএপির ৩৬তম বার্ষিক সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা বিনিময় ও যৌথ গবেষণা বিষয়ক ১৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এআইইউবি।