গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুরে মারা গেছেন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গত শুক্রবার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।