গুমের আইনে মৃত্যুদণ্ডের বিধান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা। ২৮ আগস্ট

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। গুমের অপরাধে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া, গোপন আটক কেন্দ্র স্থাপনও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।