গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। ঢাকা সেনানিবাসের মেস আলফা। ১১ অক্টোবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাসদর। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক সংবাদ সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত হতে বলা হয়। এদের মধ্যে ১৫ জন এসেছেন। মেজর জেনারেল কবীর আহাম্মদ ৯ অক্টোবর থেকে নিখোঁজ।