মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে: রিটের রায় যেকোনো দিন

হাইকোর্ট ভবনফাইল ছবি

বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেম সেলে রাখা প্রশ্নে দেওয়া রুলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে তিন আসামি ওই রিট করেন। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পেয়ে কমডেম সেলে থাকা ওই তিন আসামি ২০২১ সালের সেপ্টেম্বরে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৫ এপ্রিল হাইকোর্ট রুল দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। আদালতে অ্যামিকাস কিউরি (আইনি ব্যাখ্যাদানকারী) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও এস এম শাহজাহান মতামত তুলে ধরেন। কারা মহাপরিদর্শকের পক্ষে শুনানি করেন আইনজীবী খোন্দকার শাহরিয়ার শাকির।

তিন রিট আবেদনকারী হলেন চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা সুনামগঞ্জের আবদুর রশিদ ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা খাগড়াছড়ির মো. শাহ আলম।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে বলেন, রুলে বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেম সেলে রাখা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। কারাবিধির ৯৮০ বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন। এখন যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।