সমাজসেবা অধিদপ্তরে দ্রুত নিয়োগ শেষ করার সুপারিশ

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে দ্রুত শেষ করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম আগের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। কিন্তু মন্ত্রণালয়ের জনবলের অভাব আছে। তাদের জনবল বাড়াতেই হবে। কমিটি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে। অনেক ক্ষেত্রে জনবল আউটসোর্সিং করে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ থেকে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণের ক্ষেত্রে আশ্রয়ণ প্রকল্পে ব্যবহৃত নকশা অনুসরণের সুপারিশ করে।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সদস্য শিবলী সাদিক, নাসরিন জাহান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ও আ কা ম সরওয়ার জাহান বৈঠকে অংশ নেন।