বিপিজেএর সভাপতি হারুন, সাধারণ সম্পাদক নাফিজা

হারুন আল রশীদ ও নাফিজা দৌলা

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে হারুন আল রশীদ (দৈনিক বাংলা) ও নাফিজা দৌলা (ইনডিপেনডেন্ট টিভি)। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে বিপিজেএর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে হারুন আল রশীদ ৮৬ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নিখিল ভদ্র (কালের কণ্ঠ) পেয়েছেন ৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে নাফিজা দৌলা ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী সোহাগ (মানবজমিন) পেয়েছেন ৫১ ভোট। সংগঠনটির ভোটার ১৬৯ জন। তবে ভোট দিয়েছেন ১৩৯ জন।

সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মসিউর রহমান খান (সমকাল)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী সাজিদুল হক (বিডিনিউজ ২৪. ডট কম), অর্থ সম্পাদক পদে সিরাজুজ্জামান (জাগোনিউজ ২৪ ডটকম) ও দপ্তর সম্পাদক পদে জেসমিন মলি (বণিক বার্তা) নির্বাচিত হন।

পাঁচটি নির্বাহী সদস্য পদে এমরান হোসাইন শেখ (বাংলা ট্রিবিউন), আজমল হক হেলাল (সারাবাংলাডট নেট), সামসুদ্দিন আহমেদ (ইত্তেফাক), মো. সাইফুল্লাহ (ইউএনবি) ও মিজান রহমান (প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।

ভোট গ্রহণের আগে এদিন সকালে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সাধারণ সভা উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক।

বিপিজেএর ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ।