সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বিদেশ থেকে ঢাকা ফিরেই ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার হওয়ার খবরটি। আরেকটি খবর যেটিতে পাঠকের আগ্রহ ছিল, সেটি হলো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রকে কেন দুষছে ইসরায়েল। এ ছাড়া রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বিদেশ থেকে ঢাকা ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক

রাজধানীর বেইলি রোডে আগুনে পোড়া এই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ
ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ। গতকাল মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিস্তারিত পড়ুন...

কোন সড়কে কত গতিতে কোন যানবাহন চলবে, ঠিক করল সড়ক বিভাগ

গ্রাফিকস: মাহাফুজার রহমান

দেশের কোন সড়কে, কত গতিতে কোন ধরনের যানবাহন চলবে, তা ঠিক করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ বিভাগ থেকে গত রোববার ‘মোটরযানের গতিসীমা-সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’ জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রকে কেন দুষছে ইসরায়েল

যুদ্ধ শেষ হওয়ার আশা উঁকি দিয়েছে গাজার ফিলিস্তিনিদের মনে। হামাসের যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। রাফা, গাজা, ফিলিস্তিন, ৬ মে, ২০২৪
ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির প্রস্তাবে পরিবর্তন এনে এরপর তা হামাসকে দিয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্রও জানত। কিন্তু এই পরিবর্তনের বিষয়ে ইসরায়েলকে কিছু জানানো হয়নি। বিস্তারিত পড়ুন...

টাকার বড় অবমূল্যায়ন, এক দিনেই ডলারের দাম বাড়ল ৭ টাকা

মার্কিন ডলার
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে। ক্রলিং পেগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত পড়ুন...

সাকিব-মোস্তাফিজ-সৌম্য ফিরলেন, আফিফ-পারভেজ বাদ

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার
প্রথম আলো

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...