সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামীসহ চারজনের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাংবাদিক মুন্নী সাহাছবি: মুন্নী সাহার ফেসবুক পেজ থেকে নেওয়া

সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামী কবির হোসেনসহ চারজনের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বুধবার এ আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামী, মা ও ভাইয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এর আগে গত মে মাসে মুন্নী সাহা ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৮ কোটি টাকা রয়েছে।

সিআইডি আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা মুন্নী সাহা, তাঁর স্বামী কবির হোসেন ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য পর্যালোচনা করে দেখতে পান, সন্দেহভাজন ব্যক্তি এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৫টি ব্যাংক হিসাব চালু রয়েছে।

হিসাব খোলার তারিখ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনকভাবে ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা লেনদেন করা হয়েছে। বর্তমানে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা স্থিতি রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এসব ব্যাংক হিসাবগুলোর লেনদেন সন্দেহজনক মনে হলে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়।

আরও পড়ুন