রায়েরবাজারে জমি দখলের জন্য সন্ত্রাসী হামলা, আহত ৪

হামলা
প্রতীকী ছবি

রাজধানীর রায়েরবাজার এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় তিন ভাইসহ চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিন ভাইয়ের জার্মানির নাগরিকত্ব রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতদের স্বজনেরা হামলার জন্য কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের লোকদের দায়ী করেছেন। আহত ব্যক্তিরা হলেন মাহবুবুর রহমান রতন (৬৮), তাঁর ভাই নাসিম রহমান (৬৩) ও সেলিম রহমান (৫৮) এবং তাঁদের বাড়ির তত্ত্বাবধায়ক মো. ইউনুস (৪৫)।

আহত নাসিম রহমানের ছেলে নাসিউর রহমান প্রথম আলোকে বলেন, রায়েরবাজার বড় মসজিদের পেছনে তাঁর দাদার নামে ৮০ থেকে ৯০ শতাংশ জমি আছে। দাদা মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিক তাঁর বাবা-চাচারা। সম্প্রতি কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম তাঁদের অর্ধেক সম্পত্তির মালিকানা দাবি করেন।

এ নিয়ে বিরোধ চলছিল। আজ বেলা একটার দিকে সানজিদুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হাসু ও তাঁর সহযোগীরা নাসিমের বাবা, দুই চাচা ও তাঁদের তত্ত্বাবধায়ক ইউনুসের ওপর হামলা চালান। আহতদের প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৈতৃক সূত্রে জমির মালিক মাহবুবুর রহমানরা। কিন্তু স্থানীয় সন্ত্রাসী হাসু এই সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। এর অংশ হিসেবে হাসু তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালিয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।