আজ শনিবার ৯২টি বিশ্ববিদ্যালয়ের ১৬২টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে দ্বিতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডিইউ নট রেডি ইয়েট’, তৃতীয় হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘বুয়েট সম্মোহিত’ দল।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে পূর্ণ সহযোগিতা থাকলে খুব দ্রুত বাংলাদেশ তার প্রযুক্তি খাতের লক্ষ্য পূরণে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। এটাকে গুরুত্ব দিয়ে সরকার ইতিমধ্যে অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদও নানা কর্মকাণ্ডের মাধ্যমে এ খাতে অবদান রাখার চেষ্টা করছে।

পুরো প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রতিযোগিতায় প্রথম তিন দলের হাতে ইউএস-বাংলার সৌজন্যে ঢাকা-দুবাই-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ও ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইটের টিকিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইউএস-বাংলা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় থেরাপ বিডি লিমিটেড।