স্কুলে যাওয়ার পথে উল্টো পথে আসা বাসচাপায় শিক্ষক নিহত
চট্টগ্রামে উল্টো পথে আসা একটি বাসের চাপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম সাকিয়াতুল কাউছার। তাঁর বয়স ৪৮ বছর। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নগরের অক্সিজেন চক্রেসো কানন আবাসিক এলাকার বাসিন্দা সাকিয়াতুল হাটহাজারীর কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, স্কুলে যাওয়ার জন্য সাকিয়াতুল গাড়িতে উঠতে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। এরপর তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক সকাল সোয়া ১০টায় তাঁকে মৃত ঘোষণা করেন। যানজট এড়াতে বাসটি উল্টো পথে যাচ্ছিল বলে জানা গেছে।
এই ঘটনায় বাসচালক মো. রাজিবকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। নিউমার্কেটগামী ৮ নম্বর রুটের একটি বাসের চালক তিনি।