টঙ্গীতে আকিজ টেবিলওয়্যারের ডিসপ্লে সেন্টারের উদ্বোধন
টঙ্গীতে এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার ‘এম্পোরিয়াম’–এর উদ্বোধন করেছে দেশের প্রিমিয়াম টেবিলওয়্যার ব্র্যান্ড এবং আকিজ বশির গ্রুপের সহপ্রতিষ্ঠান আকিজ টেবিলওয়্যার। গত বুধবার এ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।
শোরুমটি গ্রাহকদের জন্য আকিজ টেবিলওয়্যারের নান্দনিক ও যুগোপযোগী ডিজাইনের পণ্যসমূহ একসঙ্গে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে।
ডিসপ্লে সেন্টারটিতে থাকছে আকর্ষণীয় ডিজাইনের ডিনার সেট এবং বিভিন্ন উপলক্ষের জন্য দৃষ্টিনন্দন, বর্ণিল ও বাহারি সব নিত্য ব্যবহার্য সিরামিক পণ্যসহ নিত্যনতুন সম্ভার, যা প্রতিটি খাবার পরিবেশনকে আরও নান্দনিক করে তুলতে সাহায্য করবে।
টঙ্গীর স্থানীয় ও আশপাশের সব গ্রাহকের কাছে আকিজ টেবিলওয়্যারের কাঙ্ক্ষিত পণ্যগুলো পৌঁছে দিতেই চালু হলো এ ডিসপ্লে সেন্টার।