অতিরিক্ত ওজনে ফ্যাটি লিভারের ঝুঁকি

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। গতকাল রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালেছবি: প্রথম আলো

দেশে দিন দিন ফ্যাটি লিভারে (লিভারে চর্বি জমা) আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ মানুষের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। অস্বাস্থ্যকর খাদ্য পরিহার ও নিয়মিত ব্যায়াম করলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন।

এ সভা আয়োজনে সহযোগিতা করে দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল সিফিবেট ও ইসোরাল মাপস।

সভায় চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে ১০ বছর আগের এক গবেষণায় দেখা গেছে, গ্রামের ১৯ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, দেশের বহু মানুষ এই রোগে আক্রান্ত, ফলে বিষয়টি দুর্ভাবনার।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গ্যাস্ট্রো–এন্টারোলজি সোসাইটির সভাপতি ও জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ভিজিটিং প্রফেসর সিরাজুল ইসলাম, অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ফিরোজ আহমেদ, এসকেএফের জেনারেল ম্যানেজার (সেলস) মো. গোলাম হায়দার, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুল আরেফিন, সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম ও গ্যাস্ট্রো–এন্টারোলজি বিভাগের পরামর্শক রাজ দত্ত।