এনএসইউ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্‌যাপন

নর্থ সাউথ ইউনিভার্সিটি ও কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে। রোববার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল এনএসইউর উপাচার্য আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আতিকুল ইসলাম দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক সাদৃশ্যের কথা তুলে ধরেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার মাধ্যমে বাঙালি সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। এ সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান কিংশুক চ্যাটার্জি এ ধরনের সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের উন্নত ভবিষ্যতের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউর সহ-উপাচার্য এম ইসমাইল হোসেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক অমিত দে, এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিনরা, ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান এম এমদাদুল হক, অধ্যাপক শরিফউদ্দিন আহমেদ প্রমুখ।

তিন দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় এনএসইউ অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সিনে ও ড্রামা ক্লাবের আয়োজনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রক্তকরবী’। সোমবার সকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এক বৈশাখী মেলার উদ্বোধন করবেন। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথিরা অংশ নেবেন। বিকেলে এনএসইউ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশ-পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

২০২৩ সালের ১৩ জানুয়ারি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত অংশীদারত্ব চুক্তির আলোকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।