রাজধানীর বিডিবিএল ভবনে লিফট দুর্ঘটনা, আহত ৫

ছবি: এআই জেনারেটেড/প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ভবনে লিফট দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ভবনটি ১৮ তলা। যান্ত্রিক ত্রুটির কারণে একটি লিফট হঠাৎ দোতলা থেকে নিচের দিকে নেমে গিয়ে নিচতলার ফ্লোরে ধাক্কা খায়। পরে লিফটি একেবারে ১৫ তলায় উঠে যায়।

নাজমুল জান্নাত শাহ আরও বলেন, লিফটের ভেতরে থাকা পাঁচজন আহত হয়েছেন। তাঁদের রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। দৈনিক বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের কার্যালয়ও রয়েছে এই ভবনে।