সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মেট্রোরেলে সবচেয়ে বেশি যাত্রী কোন স্টেশনে, কম কোথায়, কারণ কী

মেট্রোরেলে যাত্রীরা
ফাইল ছবি: প্রথম আলো

ঢাকার মেট্রোরেলে সবচেয়ে বেশি যাত্রী ওঠে মিরপুর-১০ নম্বর স্টেশন থেকে। চালুর পর এই স্টেশন থেকে পৌনে দুই কোটির বেশি মানুষ মেট্রোরেলে যাতায়াত করেছে। আর মেট্রোয় সবচেয়ে বেশি যাত্রী উঠেছে গত ফেব্রুয়ারিতে, বইমেলার মাসে। বিস্তারিত পড়ুন...

জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না: হাসনাত আবদুল্লাহ

মেহেরপুরের গাংনী পৌরশহরের বাসস্ট্যান্ডে এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জুলায় পদযাত্রায় বক্তব্য দেন। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের রাজনীতি করবে এবং সব সময় জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জনগণ পাশে থাকলে কোথাও পালাতে হয় না। বিস্তারিত পড়ুন...

‘দেশের জন্য এত কিছু করছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ কী’

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার
ছবি: প্রথম আলো

দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এখন এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ এশিয়ান কাপে। এখন তারা আঁকছে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন। জহির উদ্দিনকে দেওয়া অধিনায়ক আফঈদা খন্দকার-এর সাক্ষাৎকারে উঠে এসেছে সেই স্বপ্ন, বাস্তবতা আর ভবিষ্যতের অনিশ্চয়তার কথা- বিস্তারিত পড়ুন...

মূল্যস্ফীতি কী, কেন হয়, কীভাবে আপনার পকেট খালি করে

মূল্যস্ফীতি আসলে খুবই সহজ একটি বিষয়। মূল্যস্ফীতি তখন ঘটে, যখন সময়ের সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ে। ফলে টাকার মান কমে যায়। এ জন্যই চাল কিংবা অন্য যেকোনো পণ্য এখন আগের তুলনায় বেশি দামি লাগে। যখন মূল্যস্ফীতি ঘটে, তখন আপনার টাকা আগের মতো জিনিস কিনতে পারে না। বিস্তারিত পড়ুন...

যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান

বেইজিংয়ে একটি সামরিক কুঁচকাওয়াজে এইচএইচকিউ-৯বি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে চীন
ফাইল ছবি: এএফপি

চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রব্যবস্থা হাতে পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে। বিস্তারিত পড়ুন...