আপত্তিকর ভিডিও চ্যাট, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

মোশারফ হোসেন

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে বাপ্পীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের সম্মান ক্ষুণ্ন করা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গতকাল সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সম্প্রতি মোশারফ হোসেনের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রলীগ নেতা এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও চ্যাট করছেন। এ ঘটনায় তিনি সাতজনের নামে মামলা করেন।

২০২২ সালের ২৮ এপ্রিল মোশারফ হোসেনকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি করা হয়।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান অব্যাহতির খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোশারফ হোসেনের স্থলে কাউকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি।

এ বিষয়ে মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিও ক্লিপটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।