সাবেক বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

গোলাম দস্তগীর গাজীছবি: ফেসবুক থেকে নেওয়া

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তাঁর স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদক বলছে, গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে তারা। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, গোলাম দস্তগীর গাজীর ছয়টি ব্যাংক হিসাবে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আক্তার হোসেন আরও বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর পাঁচটি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।