হারুণ–বিপ্লবসহ এখনো ৮১ পুলিশ পলাতক

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেনপ্রতীকী ছবি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের পর সারা দেশে ১৩৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্য থেকে এখন পর্যন্ত ৫৬ জন কর্মস্থলে ফিরে এসেছেন। এখনো যাঁরা পালিয়ে আছেন, তাঁদের মধ্যে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন।