রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
ওই ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসাব্যবস্থা ও তাঁদের শারীরিক অবস্থা দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে বিমানবাহিনীর প্রধান এ আশ্বাস দেন।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের তথ্য এবং জরুরি সহায়তা–সংক্রান্ত যোগাযোগ নম্বর ও জরুরি সেল নম্বর (২৪ ঘণ্টা) ০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়), কন্ট্রোল সেন্টার: ০১৭৬৯৯৯৩৮৮৮ ও ০২-৫৫০৬৩৫৭০।