শ্বশুরকে গুলি করে হত্যার দায়ে জামাতাসহ ৮ জনের ফাঁসি

প্রতীকী ছবি

কক্সবাজারে ২৩ বছর আগে মো. হোছেন নামের এক প্রবাসীকে মাথায় গুলি করে হত্যার দায়ে তাঁর মেয়ের জামাতাসহ ৮ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। মামলাটিতে পৃথক ধারায় প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া এক আসামিকে অপর একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোশাররফ হোসেন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত বেলাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক। রায় ঘোষণার সময় আদালতে কেবল চার আসামি উপস্থিত ছিলেন। তাঁরা সবাই খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজার শহরের টেকনাইফ্যা পাহাড়ের বাসিন্দা ও নিহত ব্যক্তির মেয়ের জামাতা মঞ্জুর হোসেন, একই এলাকার মো. আলম ও আক্তার কামাল, জেলার পাহাড়তলী এলাকার শহর মুল্লুক ওরফে কালু ও মোস্তাক আহমদ, দক্ষিণ রুমালিয়ারছড়ার আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, সাহিত্যিকা পল্লির শাহাব উদ্দিন এবং ভোলা জেলার চরফ্যাশনের অসিম উদ্দিন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৫ জুন রুমালিয়ারছড়ার বাঁচামিয়ার ঘোনায় দরজা ভেঙে প্রবাসী মো. হোছেনের বাড়িতে ঢুকে ডাকাতি করেন আসামিরা। এ সময় মো. হোছেনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ডাকাতি ও খুনের ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন।

রায়ের পর মামলার বাদী ছবুরা খাতুন বলেন, ‘কত বছর পর এই রায় কার্যকর হবে জানি না। আমি চাই, এই রায় দ্রুত কার্যকর হোক।’