রেসিডেনসিয়াল কলেজে ১৬ কোটি টাকার ল্যাব প্রতিষ্ঠা করবে আইসিটি বিভাগ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘সপ্তম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভ্যাল-২০২৪’–এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদছবি: আইসিটি বিভাগের সৌজন্যে

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রযুক্তিভিত্তিক ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই ল্যাব হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে ‘সপ্তম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভ্যাল-২০২৪’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জুনাইদ আহ্‌মেদ বলেন, আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প থেকে এখানে রোবোটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রি–ডি প্রিন্টারসহ অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে প্রথম ফেব্রিকেশন ল্যাব এবং দ্বিতীয় পর্যায়ে ১২ কোটি ব্যয়ে আরেকটি স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ডেরও স্পনসর করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ জন্য প্রতিবছর ৫০ লাখ টাকা দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।