ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠে থেকে গেলেন সংসদ সদস্যের তিন আত্মীয়

ঠাকুরগাঁও জেলার মানচিত্র

আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের তিন আত্মীয় নির্বাচনে থেকে গেছেন।

এই তিনজন হলেন বর্তমান সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলামের চাচা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, আরেক চাচা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম ও মোহাম্মদ আলীর ছোট ছেলে আলী আফসার।

মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। দলের এ সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁওয়ে এই তিনজন প্রার্থী হয়েছেন।

গতকাল সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এই তিনজন সরে দাঁড়াননি।
এ বিষয়ে সফিকুল ইসলাম বলেন, ‘আমি এমপির পরিবারের নই। আমরা আলাদা খাই। তা ছাড়া নির্বাচন থেকে সরে যেতে হবে—দল থেকে এমন চিঠিও পাইনি।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকা অবস্থায় সিদ্ধান্ত পেলে বিষয়টা ভেবে দেখতাম।’

মোহাম্মদ আলী বলেন, ‘পেপার-পত্রিকায় বিষয়টা দেখেছি। তবে নির্বাচন থেকে সরে যেতে হবে—এটা আমাকে কেউ জানায়নি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, দলের সিদ্ধান্ত প্রার্থীদের জানানো হয়েছে। কিন্তু তাঁরা গুরুত্ব দেননি।