উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে অগ্নিকাণ্ড

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, রাত একটা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণ-পরবর্তী কাজ চলছে।

অতীশ চাকমা বলেন, শরণার্থীশিবিরে বেশকিছু ঘর পুড়ে গেছে। তবে ঠিক কয়টা পুড়েছে এখনো হিসাব করা হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।