রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।  

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন পর্বে এই অনুষ্ঠান চলে। প্রথম পর্বে প্রাথমিকের শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি, অভিনয় ইত্যাদি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এ ছাড়া এইচএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয় এ আয়োজনে।

দ্বিতীয় পর্বে ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণা। স্কুলে পড়াশোনা করে সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যক্তি স্মৃতিচারণার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন। এ আয়োজনে ছিল সংগীত ও রম্য বিতর্কের অনুষ্ঠান। শেষ পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে আইডিয়াল পরিবারের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্যরাসহ অনেকে উপস্থিত ছিলেন।