ইউপিএল বুকস চট্টগ্রামের যাত্রা শুরু
চট্টগ্রামে যাত্রা শুরু করেছে প্রকাশনা সংস্থা ইউপিএলের দ্বিতীয় পুস্তক প্রদর্শনী কেন্দ্র। ‘ইউপিএল বুকস চট্টগ্রাম’ নামের এই বিক্রয় কেন্দ্রে ইউপিএলের সব বইয়ের পাশাপাশি অন্যান্য প্রকাশনীর বাছাই করা বইপত্রও থাকবে।
ইউপিএল বুকসের উদ্বোধন উপলক্ষে ৩১ মার্চ পর্যন্ত ইউপিএলের সব বই ৩০ ভাগ ছাড়ে পাওয়া যাবে। এ ছাড়া অন্যান্য প্রকাশনীর বইও ২০ ভাগ ছাড়ে পাওয়া যাবে। ইউপিএল বুকস চট্টগ্রামের যাত্রা উপলক্ষে বিক্রয়কেন্দ্রটির আঙিনায় গত শনিবার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চট্টগ্রামের শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে ইউপিএল বুকস চট্টগ্রামের জন্য শুভকামনা জানান। তাঁরা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ইউপিএল দেশজুড়ে যে ভূমিকা রেখেছে, চট্টগ্রামে বিক্রয়কেন্দ্রটি সেটিকে আরও মানুষের কাছে আনতে সাহায্য করবে। চট্টগ্রামের বুদ্ধিবৃত্তিক চর্চায় ইউপিএল আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সিরাজউদ্দৌলা, অধ্যাপক নিজাম আহমেদ, অনুবাদক আলম খোরশেদ, এশিয়ান উইমেনস ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন অধ্যাপক ডেভিড টেলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা প্রমুখ। বিজ্ঞপ্তি।