সাবেক সংসদ সদস্য শামীমা ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী কারাগারে

আদালতপ্রতীকী ছবি

পৃথক দুটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য কৃষক লীগের নেত্রী শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শনিবার এ আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে আদালতে হাজির করে পল্টন থানা–পুলিশ। আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর দিকে রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে আদালতে হাজির করে পুলিশ। তাঁর আইনজীবী আদালতে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামীমা আক্তার খানম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) কাজ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান।