রিপনের সন্ধান চায় পরিবার

মো. রিপন হোসেনছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটের দোকানকর্মী মো. রিপন হোসেন (৩০) ২৫ জানুয়ারি সকালে রাজধানীর হাজারীবাগের বোনের বাসা থেকে মোটরসাইকেলে করে বের হওয়ার পর থেকে নিখোঁজ।

সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও রিপন হোসেন কিংবা তাঁর মোটরসাইকেলের সন্ধান পাননি পরিবারের সদস্যরা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে হাজারীবাগ থানায় ২৮ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৮৪২।

রিপন হোসেনের গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল জিনস প্যান্ট ও সোয়েটার। যদি কেউ তাঁর খোঁজ পেয়ে থাকেন, তাহলে কাছের থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। বিজ্ঞপ্তি