আজ থেকে পূর্ণোদ্যমে মেলা

আজ মেলার দ্বিতীয় শুক্রবার থেকেই পূর্ণোদ্যমে মেলা চলতে থাকবে বলে প্রকাশকদের আশা। মেলায় এখন নতুন বইয়ের সঙ্গে লেখকদের উপস্থিতিও বাড়ছে।

উপনিবেশবাদ ও বাঙালির সংস্কৃতি হেদায়েতুল্লাহ আল মামুন জার্নিম্যান বুকস

আজ সারা দিন খোলা থাকবে বইমেলা। গতকাল বৃহস্পতিবারও বেশ লোকসমাগম হয়েছিল। আজ মেলার দ্বিতীয় শুক্রবার থেকেই পূর্ণোদ্যমে মেলা চলতে থাকবে বলে প্রকাশকদের আশা। মেলায় এখন নতুন বইয়ের সঙ্গে লেখকদের উপস্থিতিও বাড়ছে।

গতকাল মেলায় এসেছিলেন কবি ফরিদ কবির। এবার তাঁর কোনো নতুন বই আসেনি। বইয়ের মান সম্পর্কে তিনি বলেন, বইয়ের মানের দিকে এখন বাংলা একাডেমির নজর দিতে হবে। মেলার স্টল বরাদ্দের নীতিমালায় এ–সংক্রান্ত কিছু বিষয় যুক্ত করা যেতে পারে। যেমন প্রত্যেক প্রকাশকের একটি নিজস্ব সম্পাদনা পরিষদ থাকতে হবে। একাডেমিকে এটা জানাতে হবে। সম্পাদনাবিহীন কোনো বইমেলায় আসবে না। যদি বানান ভুল, বাক্য ভুল কোনো বই পাওয়া যায়, তবে সেই বই বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রকাশকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এমন না হলে হাজার হাজার মানহীন বইয়ের প্রকাশনা চলতেই থাকবে। এসব বই যখন বাইরে যায়, লোকে আমাদের সাহিত্য নিয়ে হাসাহাসি করে। পশ্চিমবঙ্গের অনেককেই বলতে শোনা গেছে বাংলাদেশের বই তো ভুল বাক্য, ভুল বানানে ভরা। এটা আমাদের জন্য খুবই লজ্জার।

একই রকম মন্তব্য করলেন প্রাবন্ধিক গবেষক আহমাদ মাযহার। প্রচুর বই প্রকাশিত হচ্ছে, যার অধিকাংশই তাঁর ভাষায় ‘ওষধি বই’। ওষধি গাছ যেমন একবার ফলন দিয়ে মারা যায়, তেমনি এসব বই এক মেলায় আসে, তারপর আর হদিস থাকে না। সংখ্যা বৃদ্ধি নয়, গুণমান বৃদ্ধি করতে হবে। মেলার সাম্প্রতিক ধারার বইগুলোর মধ্যে উন্নয়নমূলক বই ইদানীং বেশি প্রকাশিত হচ্ছে। আহমাদ মাযহার বলেন, এসব বইয়ের বেশি ভাগই বাণিজ্যিক দিকের অনুপ্রেরণাদায়ক, চেতনাগত দিকের উন্নয়নমূলক বইয়ের সংখ্যা কম। এবার মেলায় তার দুটি বই আসছে—সংবেদ থেকে জার্নাল মুহূর্তিকী এবং হাওলাদার প্রকাশনী থেকে গবেষণা ও স্মৃতিচারণাধর্মী প্রবন্ধ স্মৃতিতে ও সান্নিধ্যে

প্রথমায় নতুন

অন্যতমা অন্যদিকে যায় নাসরীন জাহান অন্যপ্রকাশ

প্রথমা প্রকাশন গতকাল নতুন এনেছে দীপেন ভট্টাচার্যের বিজ্ঞানবিষয়ক বই আকাশ পর্যবেক্ষকের নোটবই। প্রথমার স্টলে গতকালও আনিসুল হকের নতুন উপন্যাস কখনো আমার মাকে ভালো বিক্রি হয়েছে। ব্যবস্থাপক জাকির হোসেন জানান, অন্য বইগুলোর মধ্যে মহিউদ্দিন আহমদের প্লাবন ভূমির মহাকাব্য : পলাশী থেকে পাকিস্তান, বাদল সৈয়দের কিশোর থ্রিলার মৃথিবী, মুনীর চৌধুরীর একটি তালাকের কাহিনী ও অন্যান্য গল্প, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার ফারসি থেকে অনূদিত মিনহাজ-ই-সিরাজের তবকাত ই নাসিরী বইগুলো ভালো চলেছে। নতুন আরও এসেছে সুমন্ত আসলামের উপন্যাস অর্ধেক তুমি অর্ধেক বনলতা সেন, নর্মদা মিথুনের কাব্য দূরের বরফদেশ

নতুন বই

আকাশ পর্যবেক্ষকের নোটবই দীপেন ভট্টাচার্য প্রথমা প্রকাশন

তথ্যকেন্দ্রের হিসাবে মেলায় গতকাল নতুন বই এসেছে ৮০টি। মেলার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে জার্নিম্যান বুকস এনেছে হেদায়েতুল্লাহ আল মামুনের গবেষণামূলক উপনিবেশবাদ ও বাঙালির সংস্কৃতি, অন্যপ্রকাশ এনেছে নাসরীন জাহানের গল্প অন্যতম অন্যদিকে যায়, কথাপ্রকাশ এনেছে উষা গওহর সম্পাদিত দাঙ্গার গল্প, অবসর এনেছে শিফারুল শেখের ফিলিস্তিন নিয়ে তথ্যবহুল বই ফিলিস্তিন: এই গণহত্যার শেষ কোথায়, হাওলাদার প্রকাশনী এনেছে আনোয়ার কবির সম্পাদিত মৌদুদী-জামাত ফেৎনার স্বরূপ, রুশদা প্রকাশ এনেছে দন্ত্যস রওশনের গল্প দাদার বীরপুরুষ, স্বপ্ন ’৭১ এনেছে মুনির হাসানের গল্প এতদিন কোথায় ছিলেন।

আজ শুক্রবার মেলা শুরু হবে সকাল ১১টায়, শিশুপ্রহর থাকবে বেলা ১টা পর্যন্ত। এরপর টানা রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

১৯৭১: বাংলাদেশ সৃষ্টির বৈশ্বিক ইতিহাস

প্রথমা প্রকাশন গতকাল মেলায় এনেছে শ্রীনাথ রাঘবনের লেখা কাজী জাওয়াদ অনূদিত মুক্তিযুদ্ধবিষয়ক বই ১৯৭১: বাংলাদেশ সৃষ্টির বৈশ্বিক ইতিহাস

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৪৭ সালে দেশভাগের পর উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা। ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম এক ঝাঁকুনিতে উপমহাদেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য পাল্টে দেয়। প্রচলিত বয়ানের বিপরীতে শ্রীনাথ রাঘবন দাবি করেছেন, বাংলাদেশের সৃষ্টি কোনো পূর্বনির্ধারিত ঘটনা নয়।

১৯৭১: বাংলাদেশ সৃষ্টির বৈশ্বিক ইতিহাস শ্রীনাথ রাঘবন অনুবাদ: কাজী জাওয়াদ প্রথমা প্রকাশন

এ ঘটনাকে বিচার করতে হবে সেই সময়ের বৈশ্বিক পরিপ্রেক্ষিতে উপনিবেশগুলোর স্বাধীনতা, স্নায়ুযুদ্ধ এবং বিশ্বায়নের পটভূমিতে। উপরন্তু এ ঘটনা জুড়ে আছেন শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, রিচার্ড নিক্সন, হেনরি কিসিঞ্জার, চৌ এনলাই, জুলফিকার আলী ভুট্টো, তারিক আলী, জর্জ হ্যারিসন, রবিশঙ্কর ও বব ডিলানের মতো ব্যক্তিত্বরা।

এই মৌলিক ইতিহাসগ্রন্থটি মুক্তিযুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক মানবিক সংকট এবং ঘটনার প্রভাব-প্রতিক্রিয়া বুঝতে পাঠককে সহায়তা করবে।