জামালপুরে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ২২ নেতা-কর্মীকে অব্যাহতি

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ নেতা-কর্মীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রার্থীর পাশাপাশি মাঠে আছেন বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অনেক নেতা-কর্মী কাজ করছেন। এ জন্য এই ২২ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল গফুর, পৌর আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সদস্য মো. বাদশা ও বাবলু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাইতুল ইসলাম ও বিজয় মিয়া, চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আব্দুল ওয়াহাব ও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাবেক ছাত্রনেতা তাপস আহম্মদ, মাহাবুবুর রহমান, বিকাশ কবির, রেজাউল করিম, মোখলেছুর রহমান, রেজাউল করিম, শাহারিয়া সোহেল, আলামিন হিটলার, দেওয়ান বাবলা ও মোজাফ্‌ফর আহম্মদ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ প্রথম আলোকে বলেন, দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ–মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই ২২ জনকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।