ঢাকা মেডিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ দুই বন্দীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও নারায়ণগঞ্জ জেলা কারাগারের দুই বন্দী গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তাঁরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাবিদ উল্লাহ (৬০)। তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জে। আরেক বন্দী হলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দী সুমন মিয়া (৩০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ ছাবিদ উল্লাহকে অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মারা যান। অন্যদিকে নারায়ণগঞ্জের বাসিন্দা সুমন একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন। অসুস্থ অবস্থায় গতকাল তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি একই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এই দুই বন্দীর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলেছেন এসআই। তবে প্রাথমিকভাবে ধারণা করছেন, অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে।