কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

স্বাধীনতা দিবসে আজ রোববার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার সকালে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপনের সূচনা করেন বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় মুজিব চিরঞ্জীব ভাস্কর্যে। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাণী পড়ে শোনান হয়। প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধের ওপর প্রমাণ্যচিত্র।

এবার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো ২৯ মার্চ সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ উপহাইকমিশন। এতে যোগ দেবেন পশ্চিমবঙ্গের নানা পর্যায়ের বিদ্বজ্জনেরা ছাড়াও রাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়কসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কলকাতায় বিদেশি দূতাবাসের কূটনীতিকেরা।