সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ সেপ্টেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে হামলায় আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে ছবিটি তোলা
ছবি: প্রথম আলো

প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাঁকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোশাররফ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে তাঁকে মারধর করা হয়। মোশাররফ বলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল হকের অনুসারীরা তাঁকে মারধর করেছেন। বিস্তারিত পড়ুন...

খালেদা জিয়াকে বাঁচানো দুষ্কর হবে, বলেই কাঁদলেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
ছবি: তানভীর আহাম্মেদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে নেতা-কর্মীদের সামনে কেঁদে ফেললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্যের শুরুতেই এ প্রসঙ্গে কথা বলেন তিনি। বিস্তারিত পড়ুন...

সহিংস ৫০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র

এসিএলইডির ওয়েবসাইটে প্রকাশিত চিত্রে সহিংসতাপ্রবণ দেশগুলো

যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সম্প্রতি উদ্বেগ বেড়েছে। বর্ণবাদের কারণে সেখানে সহিংসতা বাড়ছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন সময়ই এ নিয়ে কথা বলেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতি নতুন এক গবেষণায় বিশ্বে ৫০টি সহিংসতাপ্রবণ দেশের তালিকায় নাম এসেছে যুক্তরাষ্ট্রের। পশ্চিমা দেশগুলোর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের নাম এসেছে এ তালিকায়।
বিস্তারিত পড়ুন...

হরদীপ হত্যা: বিশ্বমঞ্চে একাকী ট্রুডো, মুখোমুখি কঠিন বাস্তবতার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তাঁদের বেশির ভাগ প্রশ্নই ছিল ভারতের শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে কানাডার অভিযোগ নিয়ে।
বিস্তারিত পড়ুন ...

দল পাননি মুমিনুল-সাব্বির, বিপিএলে কোন দলে কারা খেলবেন

মুমিনুল হক
ছবি: শামসুল হক

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। ঢাকার একটি হোটেলে ড্রাফটের মাধ্যমে সাত ফ্র্যাঞ্চাইজি দল সাজিয়েছে। ড্রাফটের বড় খবর, বিসিবির ড্রাফট তালিকায় ‘এ’ শ্রেণিতে থাকা মুশফিকুর রহিমকে দলে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তবে দল পাননি মুমিনুল-সাব্বির। বিস্তারিত পড়ুন...