পুলিশ কর্মকর্তাকে নিয়ে কুরুচিকর পোস্ট দেওয়ায় ১০ বছরের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

ফেসবুকে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম হারুনুর রশিদ। সোমবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এই সাজা দেন।

ওই পুলিশ কর্মকর্তার নাম মো. শাহজাহান। ছয় বছর আগে ঘটনার সময় তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফেনীতে পরিদর্শক হিসেবে কর্মরত তিনি।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কামরুল হাসান প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ৩০ আগস্ট ওসি মো.শাহজাহানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেন লোহাগাড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো.জাকির সিকদার। ২০২০ সালের ২৫ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার রায় দেন।

এদিকে পুলিশ কর্মকর্তা শাহজাহান ও তাঁর স্ত্রী ফেরদৌসি আকতারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলা তদন্তাধীন। মামলাগুলোয় বলা হয়েছে, ফেরদৌসির ৩ কোটি ২৯ লাখ ৩৬ হাজার টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। আর শাহজাহানের ৭৮ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। গত বছরের জানুয়ারি ও জুলাই মাসে মামলা দুটি করা হয়।