নবান্নের ধান ঘরে তোলার ব্যস্ততা

গ্রামবাংলায় কৃষকের ঘরে এখন নতুন ধান উঠছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমন ধান কাটা আর মাড়াইয়ের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। নতুন ধানে তাঁদের পরিবারে বইছে আনন্দের জোয়ার। এ বছর রোপণ করা আমনের বাম্পার ফলন হয়েছে। ফরিদপুরের বিভিন্ন গ্রামে আমন ধান কাটা ও মাড়াইয়ের টুকরা টুকরা মুহূর্ত নিয়ে এই ছবির গল্প

১ / ১১
নিজের খেতের ধান নিজেই কাটছেন প্রবীণ কৃষক
২ / ১১
খেত থেকে ধান কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছেন একজন
৩ / ১১
নতুন ধানে কৃষকের মুখে হাসির ঝিলিক
৪ / ১১
ধান বাড়ি নিতে ভ্যানে তোলা হচ্ছে
৫ / ১১
নিজেদের খেতের ধান কাটছেন এক কৃষক দম্পতি
৬ / ১১
নৌকা থেকে ধান নামিয়ে বাড়ি নেওয়া হচ্ছে
৭ / ১১
ভ্যানে করে ধান নিয়ে বাড়ি ফিরছেন এক দম্পতি
৮ / ১১
পরিবারের সদস্যরা মিলে বাড়ির পাশে মাঠে যন্ত্র দিয়ে ধান মাড়াই করছেন
৯ / ১১
গ্রামীণ পাকা সড়কজুড়ে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা
১০ / ১১
গবাদিপশুর খাবারের জন্য ধানের খড় জড়ো করা হচ্ছে
১১ / ১১
নতুন ধান সেদ্ধ করে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ