সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কলকাতার ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার

কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে ওঠার পর আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়। মঙ্গলবার ওই ভবনের সেপটিক ট্যাংকে তল্লাশি চালিয়ে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছেন তদন্তকারীরা
ছবি: প্রথম আলো

কলকাতার যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কয়েকটি মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিত অংশ কি না, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, এখন এসব মাংসের টুকরার ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
বিস্তারিত পড়ুন...

ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন আজিজ আহমেদ

মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ হাসান নামে ২০১৪ সালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন সাবেক সেনাপ্রধানের এক ভাই হারিছ আহমেদ। ২০১৯ সালে তিনি এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন। আর এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ।
বিস্তারিত পড়ুন...

জমির দাম ৯৫ কোটি টাকা কম দেখান আবদুল হাই

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু নিজ নামে এবং তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের নামে ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠার মতো জমি কিনেছিলেন। জমির প্রকৃত দাম ছিল ১১০ কোটি টাকা; যদিও তিনি দর দেখান মাত্র ১৫ কোটি ২৫ লাখ টাকা।
বিস্তারিত পড়ুন...

মোদিবিরোধী হাওয়া, কিন্তু তিনি হারবেন কি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: এএনআই

এটা এমন এক প্রশ্ন, যেটা ভারতে এই মুহূর্তে প্রায় সবাই করছেন নিজের মতো করে। মোদিবিরোধী একটা হাওয়া অবশ্যই রয়েছে; কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি হারবেন কি? ভারতে এবার প্রায় ১০০ কোটি ভোটার। নির্বাচনের ফল বের হওয়ার আগে এ নিয়ে নির্দিষ্টভাবে আন্দাজ করা কঠিন, বিশেষ করে নানা সমীক্ষার মাধ্যমে।
বিস্তারিত পড়ুন ...

ইসরায়েলের ক্ষোভকে পাত্তা না দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইউরোপের তিন দেশ

স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পতাকা। ইউরোপের এই তিন দেশ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে

ইউরোপের তিন দেশ—স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।
বিস্তারিত পড়ুন...