টেলিটক নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বছরের পর বছর লোকসানে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি। এ ছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ও ডাক বিভাগ নিয়েও অসন্তোষ প্রকাশ করে সংসদীয় কমিটি। এই প্রতিষ্ঠান চারটিকে কীভাবে লাভজনক করা যায়, তা নিয়ে সুপারিশ করতে একটি উপকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির বৈঠকে এই চার সরকারি প্রতিষ্ঠানের লোকসান ও সেবার মান নিয়ে আলোচনা হয়। একাধিক সংসদ সদস্য টেলিটকের গ্রাহক না বাড়া ও সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন। বেসরকারি মোবাইল সেবাদাতা কোম্পানিগুলো লাভ করতে পারলেও টেলিটক কেন পিছিয়ে যাচ্ছে; বলা হয়, টেলিটকের ব্যবহারকারী ৯০ লাখ, আসলে কতজন এটি ব্যবহার করেন—এ ধরনের নানা প্রশ্নের মুখে পড়েন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান। কমিটি আগামী বৈঠকে প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের হিসাব দিতে বলেছে।

এর আগে গত মার্চে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকেও টেলিটক নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক অভিযোগ করেন, টেলিটক প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দিয়ে আসছে। তিনি এ বিষয়ে কমিটির সহযোগিতা চান।

আজ বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে টেলিটক, বিটিসিএল, টেশিস ও ডাক বিভাগকে লোকসানের হাত থেকে রক্ষা করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সম্পর্কে সুপারিশ দেওয়ার জন্য চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে এই উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি এই প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিকভাবে কীভাবে লাভজনক করা যায়, তা নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলেছে সংসদীয় কমিটি। যাতে সরকার যে আশা–আকাঙ্ক্ষা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো করেছে, যেন তার বাস্তবায়ন ঘটে।

কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বি এম কবিরুল হক, নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ নাহিদ নিগার, আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, তারানা হালিম ও মো. সিদ্দিকুল আলম বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন