বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনে ইইউকে পাশে থাকতে হবে: এইচআরডব্লিউ

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)ছবি: এইচআরডব্লিউর ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার এইচআরডব্লিউর নিয়মিত ব্রিফিংয়ে এমন আহ্বান জানান সংস্থাটির ইউরোপিয়ান গণমাধ্যম ও সম্পাদকীয় নীতিবিষয়ক পরিচালক অ্যান্ড্রু স্ট্রেয়েলাইন।

এইচআরডব্লিউর এই কর্মকর্তা বলেন, কর্তৃত্ববাদী শাসনের পতনের পর বাংলাদেশের সামনে এখন গণতান্ত্রিক পরিবর্তন ও মানবাধিকারকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এই পরিবর্তনের পথে ন্যায়বিচার ও জবাবদিহির প্রতি সমর্থন জানিয়ে সহায়তা করতে পারে ইইউ। একই সঙ্গে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত র‍্যাবকে ভেঙে দিতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাতে পারে।