রোবট দিয়ে হৃদ্‌যন্ত্রে স্টেন্ট পরানোর অভিজ্ঞতা জানালেন বাংলাদেশি চিকিৎসক

প্যারিসে অনুষ্ঠিত ইউরো পিসিআর সম্মেলনে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকারছবি: সংগৃহীত

এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো দূরনিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে হৃদ্‌যন্ত্রের ধমনিতে স্টেন্ট (রিং) পরানো হয়েছে। গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউরো পিসিআর সম্মেলনে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বাংলাদেশি চিকিৎসক প্রদীপ কুমার কর্মকার।

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার। এই হাসপাতালেই গত ২৮ জানুয়ারি দুজন ও ৫ ফেব্রুয়ারি একজন রোগীর হৃদ্‌যন্ত্রে রোবটের মাধ্যমে স্টেন্ট পরানো হয়। এর আগে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও চীনে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রদীপ কুমার কর্মকার জানান, হৃদ্‌রোগবিশেষজ্ঞরা রোগীর থেকে দূরে অবস্থান করেও রোবটের মাধ্যমে খুব সূক্ষ্ম ও নিখুঁতভাবে হৃদ্‌যন্ত্রে স্টেন্ট পরাতে পারেন। এই রোবটের একটি হাত হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার কক্ষে (ক্যাথল্যাব ওটি) থাকে। আরেকটি থাকে নিয়ন্ত্রণ বিভাগে। সেখান থেকেই হৃদ্‌রোগবিশেষজ্ঞরা স্টেন্ট পরানো কার্যক্রমটি নিয়ন্ত্রণ করেন।

ইউরো পিসিআর সম্মেলনে বক্তব্য দেন প্রদীপ কুমার কর্মকার
ছবি: সংগৃহীত

প্রদীপ কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, ইউরো পিসিআর হলো বিশ্বের হৃদ্‌রোগবিশেষজ্ঞদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার বড় একটি সম্মেলন। এই অনুষ্ঠানে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও তাঁদের হৃদ্‌রোগ চিকিৎসাবিষয়ক অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বাংলাদেশে অত্যাধুনিক এই প্রযুক্তির সফল ব্যবহারের প্রশংসা করেন।