সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আজ এ দিনে রাজধানী ভিজল বৃষ্টিতে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হয়েছে। এতে অনেক স্থানে কমেছে তাপপ্রবাহ। আজ এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে প্রথম আলোয়। আজ মারা গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। তাঁর মৃত্যুর খবরে পাঠকের সাড়া লক্ষ করা গেছে ব্যাপকভাবে। এর পাশাপাশি আজ অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সিরাজুল আলম খান আর নেই

সিরাজুল আলম খান
ফাইল ছবি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়ুন...

নতুন আয়কর আইনে যেসব পরিবর্তন আনা হলো

আয়কর
প্রতীকী ছবি

আইনটি সম্পর্কে এনবিআরের সাবেক সদস্য (আয়কর নীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে বলেন, ‘মোটা দাগে আইনটি ভালো হয়েছে। বাংলা ভাষায় হওয়ায় করদাতাদের জন্য সহজবোধ্য হয়েছে। বর্তমানে আয়কর অধ্যাদেশের ৩৩ জায়গায় কর কর্মকর্তাদের স্বেচ্ছাচারী ক্ষমতার কথা বলা হয়েছে। বিস্তারিত পড়ুন...

এল নিনো শুরু, আবহাওয়া হতে পারে চরম

বিশ্বে সবচেয়ে উষ্ণতম বছরগুলো রেকর্ড হয়েছে এল নিনো চলাকালে
ছবি: রয়টার্স ফাইল ছবি

স্প্যানিশ শব্দ ‘এল নিনো’র অর্থ হলো ‘লিটল বয়’ বা ‘ছোট ছেলে’। পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ থাকে, তখন তাকে এল নিনো বলা হয়। বিস্তারিত পড়ুন...

‘মেসির জন্য প্রস্তুত নয় মায়ামি’

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি
ছবি: টুইটার

মেসি-অধ্যায় রাঙিয়ে তুলতে ইন্টার মায়ামি কতটা প্রস্তুত? মায়ামির এক ফুটবলারের কথা সত্য হলে উত্তরটা ইতিবাচক নয়। কারণ, মেসির মতো মহাতারকাকে নিয়ে আসার জন্য যেসব প্রস্তুতি দরকার, তা ইন্টার মায়ামির নেই বলে দাবি তাঁর। বিস্তারিত পড়ুন...

শাহরুখের নায়িকা হয়ে প্রথম সিনেমায় বাজিমাত, এখন কোথায় সেই নায়িকা

‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খান ও গায়ত্রী যোশী
আইএমডিবি

যেখানে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন নায়িকারা, সেখানে তাঁর সঙ্গে অভিষেক। শুধু তা-ই নয়, অভিনয় করেছিলেন নিজের সর্বোচ্চটা দিয়ে। জিতে নিয়েছিলেন সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। বিস্তারিত পড়ুন...