চরকির সাবস্ক্রিপশন পাওয়া যাবে রবির বিশেষ প্যাকেজে

ছবির ক্যাপশন- (বাম থেকে-নিচের সারিতে) রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ভ্যাস এবং নিউ বিজনেস আহমেদ আরমান সিদ্দিকী ও চরকি’র প্রধান নির্বাহী পরিচালক রেদওয়ান রনি। (বাম থেকে-উপরের সারিতে) রবি’র জেনারেল ম্যানেজার, ভ্যালু এডেড সার্ভিস, শফিক শামসুর রাজ্জাক, ম্যানেজার, স্ট্রিমিং বিসনেস, মুহতাসিব উল ইসলাম, ম্যানেজার , মো: মোহাইমিনুল হক খান, চরকির লিড অফ মার্কেটিং এন্ড গ্রোথ ফয়সাল রহমান এবং চরকির হেড অফ কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি।
ছবি–প্রথম আলো

রবির বিশেষ প্যাকেজ সাবস্ক্রাইব করলেই গ্রাহকেরা পাবেন দর্শকনন্দিত ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় দেশি ও বিদেশি কনটেন্টের বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং অভিজ্ঞতা। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে এ–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।
রবির পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ভ্যাস এবং নিউ বিজনেস আহমেদ আরমান সিদ্দিকী ও চরকির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে রবির চরকি সাবস্ক্রিপশন প্যাকেজ নিলেই গ্রাহকেরা চরকি প্ল্যাটফর্মে সেরা বাংলাদেশি ও আন্তর্জাতিক কনটেন্টের এক বিশাল সমাহার থেকে বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং অভিজ্ঞতা নিতে পারবেন।

রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ভ্যাস এবং নিউ বিজনেস আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘রবি ও চরকির চুক্তির ফলে চরকির অসাধারণ কনটেন্টের সমুদ্রে ডুব দেওয়া আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আরও সহজ হলো। আমরা আনন্দিত যে আমরা আমাদের গ্রাহকদের জন্য এই সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা শিগগিরই গ্রাহকদের জন্য এ সুযোগ নিয়ে আসছি।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সঙ্গে রবির এই পথচলার শুরুটাই অসাধারণ। চরকির জনপ্রিয় কনটেন্টগুলো রবি দর্শকের মধ্যে যেভাবে পৌঁছানোর পরিকল্পনা করেছে, তা অনবদ্য। রবিকে ধন্যবাদ, এই যাত্রা সাফল্যের সঙ্গে এগিয়ে চলুক। শুভকামনা।’

চরকি সম্পর্কে:

বাংলা কনটেন্টের (ফিল্ম-সিরিজ) রাজধানী হওয়ার স্বপ্ন নিয়ে ২০২১ সালের ১২ জুলাই যাত্রা শুরু করে চরকি। লোকাল ফিল্ম-সিরিজ গ্লোবালি দর্শকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছে চরকি। বর্তমানে ১৯৮টি দেশ থেকে ৩১টির বেশি বৈদেশিক মুদ্রায় চরকি অ্যাকাউন্ট নিয়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কনটেন্ট উপভোগ করছে দর্শক। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখার পাশাপাশি চরকি বাংলা ভাষার দর্শকের অন্যতম বিনোদনের মাধ্যম।

রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন, হররসহ নানা ঘরানার অরিজিনাল ফিল্ম-সিরিজ প্রযোজনা করে চরকি। এ ছাড়া রয়েছে বাংলায় ডাব করা বিদেশি সব ফিল্ম-সিরিজ। সোনালি অতীতের ক্ল্যাসিক সব ফিল্মের সমাহার। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়, অর্থাৎ ভারতেও ফিল্ম-সিরিজ নির্মাণ শুরু করছে চরকি।

রবি সম্পর্কে:

রবি আজিয়াটা লিমিটেড (রবি) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এ ছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।