গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অমর, সম্পাদক তাপস
শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান গুরুদুয়ারা ব্যবস্থাপনায় নিয়োজিত ‘গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটি বাংলাদেশ’–এর নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন শ্রীমান অমর চান্দ, সাধারণ সম্পাদক হয়েছেন শ্রীমান তাপস লাল চৌধুরী।
গত ৩১ মার্চ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই নতুন কমিটি ঘোষণা করেন বাংলাদেশের সব গুরুদুয়ারার প্রধান পৃষ্ঠপোষক সন্ত বাবা সুখা সিং জি। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের তার্ন তরন জেলার সারহালী সাহিব অঞ্চলের শিখ সম্প্রদায় কারসেবা সন্তবাবা তারা সিং জির প্রধান।
নতুন কমিটির সদস্যরা হলেন এম কে রায়, শ্যাম লাল, শুভাশিস দাস ও সুমিত লাল।
দেশে বর্তমানে পাঁচটি গুরুদুয়ারা রয়েছে। সব গুরুদুয়ারার সদর দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী।