গ্রামীণফোন ও প্রথমার আয়োজনে দুই দিনব্যাপী বইমেলা শুরু

‘জিপি হাউস’-এ প্রথমা প্রকাশন ও গ্রামীণফোনের যৌথ আয়োজনে দুদিনের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর বসুন্ধরা এলাকায় গ্রামীণফোন লিমিটেডের প্রধান কার্যালয় ‘জিপি হাউস’-এ দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। যৌথ অংশীদারত্বে এ মেলার আয়োজন করেছে প্রথমা প্রকাশন ও গ্রামীণফোন। মেলা থেকে গ্রামীণফোনের কর্মী ও জিপি স্টার গ্রাহকেরা বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ বইমেলার উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব। তিনি বলেন, ‘গ্রাহকেরা আমাদের ব্র্যান্ডকে অনেক বিশ্বাস করেন। আমাদের কিছু সুযোগ আছে, যার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ভালো কিছু সেবা, ব্র্যান্ড, কোম্পানির কাছে নিয়ে যেতে পারি। এ উদ্যোগ আমরা গত বছর শুরু করেছি।’

সাজ্জাদ হাসিব আরও বলেন, ‘জ্ঞান অর্জনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে বই পড়া। একজন লেখকের সমস্ত চিন্তাধারা, তাঁর অর্জন কলমের মাধ্যমে বইয়ে চলে আসে। এই জ্ঞান মানুষের মধ্যে রয়ে যায়। বিভিন্ন সময়ে এগুলো আপনা-আপনি সময়মতো প্রয়োগ হয়।’

‘জিপি হাউস’-এ প্রথমা প্রকাশন ও গ্রামীণফোনের যৌথ আয়োজনে বইমেলায় বই দেখছেন আগ্রহীরা। ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আমি যেখানেই যাই, লাইভ করি। রাস্তায় করি, পাহাড়ে করি, গাড়িতে করি। এটা গ্রামীণফোনের ফোর-জি দিয়েই করি। সে জন্য গ্রামীণফোনের প্রতি কৃতজ্ঞতা।’ গ্রামীণফোনের নতুন প্রযুক্তির মাধ্যমে আলোকিত বাংলাদেশ গড়ার কাজটি আরেক ধাপ এগিয়ে যাবে।

দুই দিনব্যাপী এই বইমেলা থেকে গ্রামীণফোনের কর্মী ও জিপি স্টার গ্রাহকেরা প্রথমা প্রকাশিত বইসহ বিভিন্ন ভাষার বই বিশেষ ছাড়ে কিনতে পারবেন। এ ছাড়া গ্রামীণফোন ও প্রথমা প্রকাশনের মধ্যে এক বছরের জন্য যৌথ অংশীদারত্বের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণফোনের পক্ষে মার্কেটিং বিভাগের পার্টনারশিপ ম্যানেজার নাসার আহম্মদ ও প্রথমা প্রকাশনের পক্ষে সমন্বয়ক মেরিনা ইয়াসমিন এ চুক্তিতে স্বাক্ষর করেন।

‘জিপি হাউস’-এ প্রথমা প্রকাশন ও গ্রামীণফোনের যৌথ আয়োজনে বইমেলা চলছে। ঢাকা, ২৭ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ

চুক্তি অনুযায়ী আগামী এক বছর জিপি স্টার গ্রাহকেরা প্রথমা প্রকাশন থেকে বই কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এই ছাড় প্রথমা প্রকাশনের সব আউটলেটের পাশাপাশি অনলাইনে বইয়ের বাজার প্রথমা ডটকমের মাধ্যমে বই কিনলেও পাওয়া যাবে।