শাকিবের ‘বরবাদ’ পাইরেসিতে জড়িতরা শনাক্ত হয়নি, ৪ কোটি টাকা ক্ষতি প্রযোজকের

‘বরবাদ’ সিনেমার গানের দৃশ্যে শাকিব খানছবি: ফেসবুক থেকে

চিত্রনায়ক শাকিব খানের ‘বরবাদ’ চলচ্চিত্র কারা পাইরেসি করেছেন, তা জানতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন চলচ্চিত্রটির প্রযোজক শাহরিন আক্তার। তাঁর দাবি, এতে তিনি চার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় হতাশ হয়েছেন নায়ক শাকিব খানও।

‘বরবাদ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত ৩১ মার্চ। প্রযোজক শাহরিন আক্তার শনিবার প্রথম আলোকে বলেন, মুক্তির আগেই তিনি খবর পেয়েছিলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা চলচ্চিত্রটি পাইরেসি করেছেন। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযাগ করেন তিনি।

শাহরিন আক্তার বলেন, ৫ মে কপিরাইট আইনে তিনি রাজধানীর গুলশান থানায় মামলা করেছেন। মামলা দায়েরের ২০ দিনেও পাইরেসির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘অনেক চেষ্টা করেও “বরবাদ” সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কোন কোন প্রোফাইল থেকে সিনেমার অংশ প্রকাশ করা হয়েছিল, সেটি চিহ্নিত করা হয়েছে।’

হতাশ প্রযোজক

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের ‘বরবাদ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রযোজক হিসেবে নাম লেখান শাহরিন আক্তার। এটিই তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্র। শাহরিন আক্তারের ভাষ্য, চলচ্চিত্রটি নির্মাণে ব্যয় হয়েছে ১৭ কোটি টাকা। এটি ১২৩টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তির পর দিনই পাইরেসি হয়ে যায় তাঁর এই চলচ্চিত্র।

শাহরিন আক্তার বলেন, বিগ বাজেটের ছবি ‘বরবাদ’ চলচ্চিত্রটি দর্শক, চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে। তিনি আশা করেছিলেন, এটি ব্যাপকভাবে ব্যবসাসফল হবে। পাইরেসির কারণে সেটি সম্ভব হয়নি।

সিনেমা হলে প্রদর্শনের পাশাপাশি ‘বরবাদ’ চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে দেওয়ার পরিকল্পনা ছিল উল্লেখ করেন শাহরিন আক্তার। তাঁর ভাষ্য, বৈশ্বিক প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গেও তিনি কথা বলেছিলেন। তারাও নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু পাইরেসির বিষয়টি নজরে আসার পর তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

কপিরাইট আইনে করা মামলায় প্রযোজক উল্লেখ করেন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গত বছরের ২৫ মার্চ ‘বরবাদ’ নিবন্ধিত হয়। গত ৩০ মার্চ তিনি জানতে পারেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা সিনেমার এইচডি ভিডিওর কিছু অংশ পাইরেসি করেছেন। আর ৩১ মার্চ সিনেমা মুক্তির পর থেকে পাইরেসির মাধ্যমে পুরো ‘বরবাদ’ চলচ্চিত্র অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অজ্ঞাতনামা আসামিরা। চলচ্চিত্রটি যে ১৪টি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেগুলোর তালিকা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

শাহরিন আক্তার বলেন, পাইরেসি হওয়ার কারণে প্রযোজক হিসেবে কেবল তিনি ক্ষতিগ্রস্ত হননি, ক্ষতিগ্রস্ত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান, হলমালিক, চলচ্চিত্রটির সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। পাইরেসি হওয়ায় শাকিব খানও হতাশা প্রকাশ করেছেন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান শাহরিন আক্তার।

অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বরবাদ’ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি গুলশান থানা–পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। এ কারণে ‘বরবাদ’ চলচ্চিত্রটির প্রযোজকের করা মামলাটি ডিএমপির সাইবার বিভাগের কাছে হস্তান্তর করা হবে।