দেশকে এগিয়ে নিতে গণিত শেখার বিকল্প নেই

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানছবি: খালেদ সরকার

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আর এ জন্য গণিত শেখার বিকল্প নেই। তবে শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, ভালো মানুষও হতে হবে।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন গণিতের শিক্ষকসহ অতিথিরা।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে বিজয়ী ৩৯৬ শিক্ষার্থীকে মেডেল ও টি–শার্ট দেওয়া হয়। ১৬ ফেব্রুয়ারি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় এই উৎসবের পরীক্ষাপর্ব হয়েছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা
ছবি: খালেদ সরকার

পুরস্কার বিতরণ ঘিরে অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও এসেছিলেন। অনুষ্ঠানে ছিল গণিতের বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উত্তরের সুযোগ।

অনুষ্ঠানে শুরু থেকেই ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি গণিতের একটি প্রশ্ন করেন। প্রশ্নের উত্তর দিয়ে এক শিক্ষার্থী অধ্যাপক কায়কোবাদকে তাক লাগিয়ে দেয়। আবার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে প্রশ্ন করে। অতিথিদের পাশাপাশি অন্য শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেয়।

অধ্যাপক কায়কোবাদ বক্তব্য দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বোস ও মেঘনাথ সাহাদের কথা স্মরণ করেন। তিনি বলেন, তখন স্বর্ণযুগ ছিল। এখন একটু ফ্যাকাশে হয়ে গেছে।

পুরস্কার নিচ্ছে বিজয়ী শিক্ষার্থীরা
ছবি: খালেদ সরকার

শিক্ষার্থীদের উৎসাহ দিতে গিয়ে অধ্যাপক কায়কোবাদ বলেন, যুদ্ধে ভিয়েতনামকে ‘তামা’ বানিয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম এর যোগ্য প্রতিশোধ নিয়েছে যুক্তরাষ্ট্রকে গণিত অলিম্পিয়াডে হারিয়ে। তিনি বলেন, ‘আমাদেরও এমন বড় কাজ করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে। তোমরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আর মেধা-প্রজ্ঞায় দেশকে এগিয়ে নিতে গেলে গণিত ছাড়া বিকল্প নেই। আমি অভিভূত, দেশের হাজার হাজার শিক্ষার্থী এই গণিত কর্মযজ্ঞে অংশ নিয়েছে।’

রকমারি ডটকমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে হবে। পৃথিবীতে ভালো মানুষের অভাব। তাই শুধু ভালো শিক্ষার্থী হওয়াই নয়, ভালো মানুষও হতে হবে।

কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়
ছবি: খালেদ সরকার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম খান ও অধ্যাপক সালমা পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক বি এম মইনুল হোসেন ও শিল্পী রানী সাহা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকাল রায়, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার সরকার প্রমুখ।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়েছিল অনুষ্ঠান। শুরুর পর্বে গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব ও গণিত অলিম্পিয়াডের একাডেমিক দলের সদস্য নিসর্গ নন্দন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা মাদক, মুখস্থবিদ্যা ও মিথ্যাকে না বলার কথা উচ্চারণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান।

অনুষ্ঠানে গান শোনান ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব
ছবি: খালেদ সরকার

আয়োজকেরা জানান, চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের বাথ শহরে অনুষ্ঠেয় ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। এ লক্ষ্যে সারা দেশ থেকে অনলাইনে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রায় ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে এখন দেশের ১৮টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে।

সব আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে আগামী ১ থেকে ২ মার্চ ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জাতীয় গণিত উৎসব-২০২৪।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।