২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

২৬ জনকে নিয়ে পুনর্গঠিত হলো শিল্পকলার পরিচালনা পরিষদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এ ঘোষণা আসে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(২) উপধারা অনুসারে পরিষদের মনোনীত সদস্যরা পত্র জারির তারিখ থেকে তিন বছরের জন্য সদস্য থাকবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

পদাধিকার অনুযায়ী, নতুন পরিষদের সভাপতি হয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। সহসভাপতি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।

পরিষদের সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক ও লেখক আলতাফ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, ছায়ানটের শিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র‍্যাচেল অ্যাগনেস প্যারিস।

এ ছাড়া বিভাগ অনুযায়ী ঢাকা থেকে আজাদ আবুল কালাম, চট্টগ্রামে জয়দেব রোয়াজা, রাজশাহীতে আসাদুজ্জামান দুলাল, খুলনা বিভাগ থেকে শিপন, বরিশাল থেকে দেবাশীষ চক্রবর্তী, সিলেট থেকে শামসুল বাসিত শেরো, রংপুর থেকে ইফতেখারুল আলম রাজ এবং ময়মনসিংহ বিভাগ থেকে কমল কান্তি সদস্য মনোনীত হয়েছেন।

একাডেমির মহাপরিচালকসহ মোট ২৬ জনকে নিয়ে এই কমিটি পুনর্গঠন করা হলো। আইন অনুযায়ী পরিষদ প্রতি তিন মাসে একবার সভা করবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারণ করা হবে।

গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। আগামী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর ১২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত আলী লাকী। টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী।