জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি

৩৫তম জাতীয় কবিতা উৎসব শুরু হবে ১ ফেব্রুয়ারি, থাকবে কবিতা পাঠের ৯টি পর্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব-২০২৩। এবারের উৎসবের প্রতিপাদ্য—‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’। উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কবিদের পাশাপাশি অংশ নেবেন ভারত, ভুটান, নেপালের কয়েক কবি।

৩৫তম জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। আয়োজনের দ্বিতীয় দিন বিকেলে ২০২০ সালে ঘোষিত ‌‘কবিতা পুরস্কার ২০২১’ প্রদান করা হবে। জাতীয় কবিতা উৎসব-২০২৩ উপলক্ষে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আহ্বায়ক শিহাব সরকার, কবিতা নির্বাচন উপপরিষদের আহ্বায়ক আমিনুর রহমান সুলতান এবং সাংগঠনিক পরিষদের আহ্বায়ক দিলারা হাফিজ এবং লেখক আসলাম সানী।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ সামাদ বলেন, জাতীয় কবিতা উৎসব দলমত-নির্বিশেষে সব মানুষের জন্য। এ উৎসব শুরুর কথা বলতে গিয়ে তাঁর বক্তব্যে উঠে আসে ‘সামরিক রক্তচক্ষু’ উপেক্ষা করে ১৯৮৭ সালে প্রথম এ আয়োজন শুরু হওয়ার কথা।

ঐতিহ্যবাহী এ উৎসব শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অনন্য উৎসব—এমন কথা উঠে আসে তারিক সুজাতের বক্তব্যে। শুরু থেকে প্রতিটি উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার কবিতানুরাগী ও শ্রোতার অংশগ্রহণের মধ্য দিয়ে এ উৎসব দৃষ্টান্ত তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।

কবিতা উৎসবের সময়সূচি জানান আমিনুর রহমান। উৎসব চলবে ২ ফেব্রুয়ারি রাত পর্যন্ত। ৩৫তম জাতীয় কবিতা উৎসবে থাকবে কবিতা পাঠের ৯টি পর্ব।