ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: চালক মোহন গ্রেপ্তার

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে গত শনিবার সকালে যাত্রীবাহী বাসটি পুকুরে পড়ে যায়
ফাইল ছবি: প্রথম আলো

ঝালকাঠিতে দুর্ঘটনাকবলিত ‘বাশার স্মৃতি’ নামের যাত্রীবাহী বাসের চালক মোহন খানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার সকালে র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে ঢাকার অদূরে আশুলিয়া এলাকা থেকে মোহন খানকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

মোহন খানকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে র‍্যাব। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হবে।

গত শনিবার সকালে ‘বাশার স্মৃতি’ নামের যাত্রীবাহী বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে ঝালকাঠি সদর উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হন, আহত হন ৩৪ জন।

আরও পড়ুন

মোহন হালকা যানের (মোটরসাইকেল ও প্রাইভেট কার) লাইসেন্স নিয়ে বাসটি চালাচ্ছিলেন বলে জানা যায়। এ ছাড়া বাসটির খুলনা-বরগুনা রুটে চলাচলের অনুমতি থাকলেও নিয়ম ভেঙে তা ভান্ডারিয়া-বরিশাল রুটে চলাচল করছিল।

আরও পড়ুন

এই ঘটনায় রোববার রাতে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় বাসচালক মোহনসহ তিনজনকে আসামি করা হয়। অন্য দুই আসামি হলেন—বাসটির সুপারভাইজার ফয়সাল ওরফে মিজান ও চালকের সহকারী আকাশ ওরফে বুলেট। এই মামলায় ফয়সালকে সোমবার ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুন