শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৫ হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও সাতটি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচটিতে হত্যা ও দুটি মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এসব মামলা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে ১৬৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৪৫টিই হত্যা মামলা। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তাঁর নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ বিন জাহিদ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আবদুল্লাহর মা ফাতেমাতুজ জোহরা লাভলী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে এ হত্যা মামলা করেন।
গত ২২ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় গুলিতে সালাম বাবু (২৬) নামের এক তরুণ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত তরুণের বাবা তোফাজ্জল হোসেন এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনে পুলিশের এলোপাতাড়ি গুলি সালাম বাবুর বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুন্তাসির রহমানকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মুন্তাসিরের বাবা গাজিউর রহমান গতকাল যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট দনিয়া কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা মিছিলে গুলিতে প্রাণ হারান মুন্তাসির।
রাজধানীর রায়েরবাগে আতিকুর রহমান নামের এক যুবক নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আতিকুরের স্ত্রী মহুয়া এ মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, ৫ আগস্ট দুপুরে রায়েরবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আতিকুর।
রাজধানীর ভাষানটেক এলাকায় ফজলু (৩১) নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ভাষানটেক থানায় আজ এ মামলা করেন নিহত ফজলুর ভাই মো. সবুজ। মামলার এজাহারে বলা হয়েছে, ৫ আগস্ট ভাষানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ছাত্র–জনতার বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফজলুর।
মিরপুরে ইসরাইল মিয়া (৪০) নামের এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলায় ইসরাইল অভিযোগ করেছেন, ১৮ জুলাই বিকেলে মিরপুর ১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। তখন সেখান দিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি তাঁর বুকে লাগে।
হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে আজ ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য রেহেনা পারভীন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মিছিলে অংশ নেন তিনি। সেদিন পুলিশসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। হামলায় গুরুতর আহত হন রেহেনা পারভীন।